বদলে গেলো অ্যামাজন ফ্রিটাইম

১৫ সেপ্টেম্বর, ২০২০ ০১:২২  
অ্যামাজন তাদের ফ্রিটাইম এবং ফ্রিটাইম আনলিমিটেডকে আমূল পাল্টে দিচ্ছে। অ্যামাজন ফায়ার ট্যাবলেটসহ অন্যান্য ডিভাইসে শিশুদের উপযোগী অভিজ্ঞতা দিতে সেবাটিকে সাজানো হচ্ছে। একইসাথে পাল্টে দেয়া হয়েছে সেবাটির নাম। খবর এনগ্যাজেট। নতুন ফিচার ও কনটেন্ট যুক্ত করার পাশাপাশি ফ্রিটাইমের নাম অ্যামাজন কিডস ও ফ্রিটাইম আনলিমিটেডের নামকরণ করা হয়েছে অ্যামাজন কিডস প্লাস। চিরাচরিত ট্যাবলেট অভিজ্ঞতা দিতে এতে নতুন হোম স্ক্রিণ থিম যুক্ত করা হয়েছে, যা ফায়ার ট্যাবলেটকে শিশুদের জন্য আরও উপযোগী করে তুলবে। অ্যামাজন সেবাটিকে কমপক্ষে আট বছর বয়সী শিশুদের জন্য ব্যবহার উপযোগী হিসেবে বলছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে নতুন ফিচারগুলোর আপডেট পাওয়া যাবে। থাকছে বয়সের ফিল্টারিং সুবিধা, থিম সেকশন ও অভিভাবক ড্যাশবোর্ড। ডিবিটেক/বিএমটি